৩০ ডিসেম্বর হবে ফাইনাল খেলা- বন্দরের গণমিছিলে সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট জাতীয় পার্টির মনোনিতপ্রার্থী একেএম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ শুরু হবে।

আগামী ৩০ ডিসেম্বর ফাইনাল খেলা হবে। এ খেলায় স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে দলমত ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মহাজোট প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, আমি বিএনপি, আওয়ামীলীগের সাথে নির্বাচন করলেও চিটা ধানের সাথে নির্বাচন করবো না। আমি কোন এক্স নৌকার সভাপতির সাথে নির্বাচন করবো না।

২৬ ডিসেমাবর বুধবার বিকেলে এক গণমিছিল পূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন। পথ সভায় তিনি আরো বলেন, আমি সারা জীবনে যা পাই নাই তা আমি এখানে পেয়েছি। বন্দর আমার অন্তরের অনেক কাছে।

আমি বন্দরবাসীকে ধন্যবাদ জানাই আমাকে ভালবাসা দিয়ে দলমত ভুলে আমার পাশে দাঁড়ানোর জন্য। নির্বাচন উৎসব মূখর পরিবেশে হোক এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আমি নিজেও চাই। আমি হামলা মামলায় বিশ্বাস করি না।

জনগনের ভালবাসাই আমার বড় সম্পদ। যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছেন তারা না থাকলে আমরা নির্বাচন করতে আজ এতো মজা করতে পারতাম না। আমি আওয়ামী লীগের না, বিএনপির না, আমি সবার।

মহাজোটের প্রার্থী সেলিম ওসমান বলেন, খেলা শুরু হয়েছে। কোয়াটার ফাইনাল খেলা আমরা জিতেছি, সেমি ফাইনাল খেলায়ও
আমরা জিতেছি, আসল খেলা হবে ৩০ তারিখ। জয়ী হবো আমরা, ইনশাল্লাহ।

সেলিম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে বেকার, গরিব থাকবে না। আমরা একটা সোনার বাংলা গড়ে তুলব। আমি আইন শৃংঙ্খলা বাহিনীকে বলতে চাই। যাদের আপনারা ধরে রেখেছেন তারা অপরাধী না হলে তাদের ছেড়ে দেন।

আমি তাদের নিয়ে ২০১৯ এক সাথে নতুন বছর উদযাপন করবো। পরে কদম রসুল কলেজের সামনে থেকে একটি বিশাল গণমিছিল লাঙল মার্কায় ভোট চেয়ে জয় বাংলা শ্লোগান সহ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর ফেরীঘাটে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, পি পি ওয়াজেদ আলী খোকন, ১৯, ২১,২২ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান,  ,  হোসেন আরো অনেক নেতা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনা

আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী-স্বাস্থ্যমন্ত্রীর কড়া সতর্ক বার্তা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার বেপক ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর কড়া সতর্ক বার্তা দিয়েছে।