নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৩ হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনে। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা ।
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু
১৯ জুন রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে জানান, তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে মাওয়া প্রান্তে সুধীসমাবেশের জন্য। আগমীকাল সোমবার থেকে আমন্ত্রণপত্র বিতরণ শুরু করবে সেতু বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর বিকাল বিকেলে মাদারীপুরের শিবচরে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।