ফেরদৌস রহমানঃ আরো একটি রেকর্ডের সম্মুখীন হলো ইংল্যান্ড। তাদের চলতি বছরে করা ৪৪৪ রানের রেকর্ড ইনিংসটি আজ অস্ট্রেলীয়ার বিপক্ষে ৪৮১ রানে ভাঙে থ্রি লায়ন্সরা।
নটিংহ্যামেমে অস্ট্রেলিয়ার কাছে টসে হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও জেসন রয়ের অনবদ্য শুরুতে ১৫৯ রান যোগ করেন তারা। ১৯ তম ওভারে জেসন রয় ব্যাক্তিগত ৮২ রানে আউট হলে পরবর্তী জুটিতে বেয়ারস্টো ও হেলস যোগ করেন ১৫১ রান। দলিয় ৩১০ রানের মাথায় জনি বেয়ারস্টো আউট হন ব্যাক্তিগত ১৩৯ রান করে। পরবর্তীতে দলিয় ৩৩৫ রানের মাথায় জোশ বাটলার আউট হন ব্যাক্তিগত ১১ রানে। তারপর অ্যালেক্স হেলস ও ইয়ন মোরগানের জুটিতে ইংল্যান্ড তাদের চলতি বছরে করা প্রথম ৪৪৪ রানের রেকর্ডটি ভাঙে মাত্র ৪৫ তম ওভারে।
স্কোর :- ইংল্যান্ড : ৪৮১/৬ ( হেলস ১৪৭, বেয়ারস্টো ১৩৯, জেসন রয় ৮২, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০)