নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃমাত্র ৭ জন ছেলে নিয়ে তোলারাম কলেজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম তবুও অন্যায়ের কাছে মাথানত করিনি। আমাদের পিটিয়ে গায়ের ছাল তুলে ফেলা হয়েছিল তবুও পিছু হটিনি। কারন জানতাম আমরা সঠিক পথে আছি, কোন অন্যায় করছিনা।
১৭ ফেব্রুয়ারি সরকারি তোলারাম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ছাত্র-ছাত্রীরা শুধু মোবাইল নিয় ব্যস্ত থাকলে চলবেনা, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তোমরা মাদক ও ইভটিজিং করা থেকে বিরত থাকো। অন্যায়ের বিরুদ্ধে তুখোর অন্দোলন করতে শেখ।
তিনি আরো বলেন, আমি যদি ভুল করি তোমরা ২ -১ জন তার প্রতিবাদ করা শুরু করো,রতোমরা জখন ৫ হাজার হয়ে যাবে ,দেখবে অন্যায় কারী ও তোমাদের যারা দাবিয়ে রাখতে চায় তারা তোমাদের ভয় পাবে।
তোলারাম কলেজ