নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারয়ণগঞ্জ ৮নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি । ৪ এপ্রিল বুধবার সকালে চলমান ৫৮ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শন কালে তিনি বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়ন জনগণের জন্য, জনগণের কল্যাণে । আর এসব উন্নয়ণকাজ সঠিকভাবে হচ্ছে কিনা খোঁজ-খবর নেয়াও তাদের অধিকার । ফলে উন্নয়নকাজে কোন অনিয়ম হলে নগরবাসীই তা প্রতিহত করবে । ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি মোল্লা, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন, কামরুল ইসলাম বাবু, শামীম, জামান মিয়া, সাইফুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন,বশির আহমেদ, শরীফ হিরা, মোতালিব এসময় তার সাথে ছিলেন । এর আগে সৈদয়পাড়া ও ধনকুন্ডা এলাকায় পানির সমস্যা আছে জনগনের এমন অভিযোগে মেয়র আইভী ওয়াসার সাথে কথা বলে সমাধানেরও আশ্বাস দেন ।