নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে জাতীয় দৈনিক যুগান্তর, যুগান্তর-ই পেপর এবং নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার বিরুদ্ধে ১টি আাইসিটি আইনে এবং ৩ টি মানহানি মামলা দায়ের করেছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক কাউসাার আহাম্মেদ পলাশ। গতকাল বৃহষ্পতিবার তিনি নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট মাহামুদুল মহসিনের আদালতে মামলা গুলো দায়ের করেন। পরে আদালত পৃথক মামলায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাবেদ আহাম্মেদ জুয়েলের বিরুদ্ধ সমন ইস্যুর আদেশ দেন। আপর দিকে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও প্রকশক সালমা ইসলাম অব্যহতি দিয়ে ফতুল্লা প্রতিনিধি আল আমিনের বিরুদ্ধে সমন ইস্যু এবং আইসিটি আইনে দায়ের করা পৃথক আরেকটি মামলায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত। কাউসার আহাম্মেদ পলাশের অভিযোগ বিভন্ন তারিখে দৈনিক যুগান্তর ,সময়ের নারায়ণগঞ্জ এবং ডান্ডিবার্তা পত্রিকায় কাউসার আহাম্মেদ পলাশকে জরিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়া তাহার ব্যাপক মানহানি ঘটাইয়াছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে পলাশের সমর্থ্যকরা। মিছিলে তাহারা সাংবাদিক আল-আমিনকে জরিয়ে বিভিন্ন অশালিন বক্তব্য দেয় এবং হুমকি প্রদান করে। বাধ্য হয়ে সাংবাদিক আল আমিন তাহার জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করে। এর একদিন পরে গতকাল আদালতে মামলা দায়ের করে কাউসার আহাম্মেদ পলাশ।