নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এশিয়া কাপের প্রথম ম্যাচেই ১৩৭ রানে জয় পেল বাংলাদেশ। শুরুটা বাজে হলেও মুসফিকুর ও মিথুনের ব্যাটের উপর ভর করে বড় সংগ্রহ করে বাংলাদেশ টাইগারা। দলীয় ২০ ওভারে ২ উইকেট হারিয়ে আবরো ব্যাটিং বির্পযয়ে পরে বাংলাদেশ দল। একে একে হারাতে থাকে উইকেট। মুসফিক উইকেটের একপাশ ধরে রাখলেও অপর পাশে চলে উইকেট পড়ার হিরিক।
মুসফিক ও মিথুন ছাড়া কোন ব্যাটসম্যান ৪০ কোটা ছুতে পারেনি। মাহমুদুল্লা ৩০ নাসির ৩০ করে আউট হলেও বাকির সাজঘরে ফিরেছে খুব অল্প সময়েই।
তবে তামীমের নজির বিহীন ১হাতে ব্যাটিংয়ের কারনে ও মুসফিকে ঝড়োয়া ব্যাটিংয়ের উপর ভর করে ২৬১ রান করে বাংলাদেশ টাইগার দল।
অপর দিকে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ২১ রান করলেও ২২, ২৮ ও ৩২ রানের মাথায় হারায় ৩ উইকেট। এর পর আর কোন ব্যাট্সম্যান ব্যাট হাতে টাইগার বোলাদের প্রতিহত করতে পারেনি। শেষ পর্জন্ত শ্রীলঙ্কা ১০ উইকেট হারিয়ে ৩৫.২ ওভারে ১২৪ রান করতে সক্ষম হয়।
এশিয়া কপের উদ্ভোধনি ম্যাচেই ১৩৭ রানের বড় জয় পেল বাংলাদেশ। ম্যাট সেরা মুসফিকুর রহিম।