নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে আবারো ১ দিনে শতাধিক করোনা রোগী সনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে আরও ১০২ জন। এ নিয়ে ৭ জুন রবিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫০০ জন।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন । ৭ জুন রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা থেকে ১১৮ জন, রূপগঞ্জ উপজেলা এলাকা থেকে ১২ জন, এবং সোনারগাঁ উপজেলা এলাকা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আড়াইহাজার, বন্দর উপজেলা (৫ টি ইউনিয়ন),এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে কারো নমুনা সংগ্রহ করা হয়নি। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৬৮ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভ এসেছে ১০২ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলা এলাকায় ১২ জন সহ মোট করোনায় আক্রান্ত হয়েছে ২৮৮ জন। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়নে) গত ২৪ ঘন্টায় ১ জন সহ আক্রান্ত হয়েছে মোট ১০৩ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ২১ জন সহ করোনায় আক্রান্Í হয়েছে মোট ১ হাজার ২৯৫ জন। রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় জেলার সর্বোচ্চ ৫০ জন সহ মোট করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৩৯ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৩ জন সহ মোট ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগী সনাক্ত না হওয়ায় এ উপজেলায় করোনা রোগীর সংখ্য অপরিবর্তিত ২৮৫ জন। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৫০০ জন।
আক্রান্তদের মধে ৭ জুন শনিবার পর্যন্ত মৃত্যু বরণ করেছে আড়াইহাজারে ২ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) ২ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ জন, রুপগঞ্জ উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১৮ জন এবং সোরনারগা উপজেলায় মোট ৮ জন সহ জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৮৫ জন ।
এ নিয়ে ৭ জুন রবিবার পর্যন্ত নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৪০ জন সহ নমুনা সয়গ্রহ হয়েছে মোট ১৫ হাজার ৩৬৮ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৫০০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।