করোনার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জে গনপরিবহন ও ব্যাবসা প্রতিষ্ঠান চালুর এক সপ্তাহে করোনায় আক্রান্ত ৭১২ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ব্যাবসা প্রতিষ্ঠন সহ সকল গনপরিবহন খুলে দেওয়ার এক সপ্তাহে জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে করোনার সংক্রমন।

গত ৩১ মার্চ থেকে সকল ধরনের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান এবং ১লা জুন থেকে গন পরিবহন চালু হওয়ার পর থেকেই জেলায় করোনার ভয়াবহতা আরও বাড়তে থাকে।


১লা জুন থেকে গত এক সপ্তাহে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে গড়ে প্রতিদিন ১০০ এরও অধিক হারে।

গত ১ জুন থেকে ৭ জুন রবিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের ধারাবাহিক চিত্রঃ

১লা জুনঃ  ১ জুন গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৫৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩৫ জন। আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন।

২ জুনঃ  ২ জুন ২৪ ঘন্টায় জেলাার বিভিন্ন এলাকা থেকে ৬১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১২৪ জন। ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।


৩ জুনঃ ৩ জুন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৬৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয় ১০৬ জন। আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি এবং কেউ সুস্থ হয়নি।

৪ জুন ঃ নারায়ণগঞ্জে ৪ জুন ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭১৭ জনের। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

 

৫ জুনঃ জেলায় ৫ জুন ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২৬ জন। জুনের শুরু থেকে এটি ১ দিনে সবচেয়ে কম করোনায় আক্রান্তের সংখ্য। এ দিনে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়নি।


৬ জুনঃ ৬ জুন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮১ জন এবং এ দিনে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ জন।

৭ জুনঃ নারায়ণগঞ্জে ৭ জুন রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০২ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি এবং কেউ সুস্থ হয়নি।

 

এ নিয়ে জেলায় ১ জুন থেকে ৭ জুন রবিবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ হাজার ৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত এক সপ্তাহে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৭১২ জন। গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্র্যু বরণ করেছে ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪৪ জন।


এ দিকে জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ জুন রবিবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১৫ হাজার ৩৬৮ জনের। এর মধ্যে এ পর্যন্ত জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে ৩ হাজার ৫০০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৮৫ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১০ জন। বাকিরা বিভিন্ন ভাবে চিকিৎসাধীন আছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম করোনায় আক্রান্ত-ক্লিক করুন

আরও পড়ুন নিচে ক্লিক করে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*