করোনার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জে রবিবার পর্যন্ত এলাকা ভিত্তিক করোনায় আক্রান্ত-মৃত্যু-সুস্থ হওয়ার সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ৭ জুন রবিবার পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ১৪০ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১৫ হাজার ৩৬৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ১০২ জনের করোনা পজেটিভ এসেছে।


 

৭ জুন রবিবার পর্যন্ত এলাকা ভিত্তিক জেলায় করোনার সর্বশেষ অবস্থাঃ-

আড়াইহাজারঃ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আড়াইহাজার উপজেলায় বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে কারো নমুনা সংগ্রহ করা হয়নি। এ পর্যন্ত এ উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৫৫১ জনের। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৭ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৮৮ জন। আক্রান্তদের মধ্যে এ গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি ফলে মৃতের সংখ্যা অপরিবর্তিত ২ জন। উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৭ জন।

 

বন্দর উপজেলাঃ এ পর্যন্ত বন্দর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৭৬১ জনের। সংগৃহীত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১০৩ জন। আক্রান্তদের মশ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২ জন। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৯ জন।

নারায়ণগঞ্জে আবারো লকডাউন করা হলো যেসব এলাকা- জানত ক্লি করুন

সিটি কর্পোরেশনাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১১৮ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ৫৬৯ জনের। সংগৃহীত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ২১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৯৫ জন। আক্রান্তদের মশ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৫৩ জন। উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৫১৩ জন।


রুপগঞ্জ উপজেলাঃ রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১২ জন সহ মোট ৩ হাজার ৮২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৫০ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৩৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫০২ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১৩ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ১৮ জন। উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৯৩ জন।

 

সোনারগঁ উপজেলাঃ সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১০ জন সহ এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ১ হাজার ১৬৫ জনের। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো করোনায় সনাক্ত না হওয়ায় আক্রান্ত হয়েছে মোট ২৮৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বনন করেছে মোট ৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৮ জন।


এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় সিটি কর্পোরেশন সহ ৫ টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ১৪০ জন সহ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৬৮ জনের। গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৫০০ জন। আক্রান্তদেওর মশ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম করোনায় আক্রান্ত-ক্লিক করুন

আরও পড়ুন নিচে ক্লিক করে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*