নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় সিটি কর্পোরেশন এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩১ জন।
নারায়ণগঞ্জে আবারো লকডাউন করা হলো যেসব এলাকা- জানত ক্লি করুন
এ নিয়ে নাসিক এলাকায় ৮ জুন সোমবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ১ হাজার ৩২৬ জন।
৮ জুন সোমবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত ৭ জুন রবিবার পর্যন্ত নাসিক এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯৫ জন।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত নাসিকের বিভিন্ন এলাকা থেকে মোট ৪ হাজার ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনা থেকে সর্বশেষ পরীক্ষার রিপোর্ট পাওয়া অনুযায়ী গত ২৪ ঘন্টায় নাসিক এলাকায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ৩১ জনের।
জলা সিভিল সার্জন অফিস থেকে আরও জানা যায়, নাসিক এলাকায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং কেউ সুস্থ হয়নি।
এ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৮ জুন সোমবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৪ হাজার ৭২৭ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৩১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৩২৬ জন। আক্রান্তদের মৃত্যু বরণ করেছে মোট ৫৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৫১৩ জন।
আরও পড়ুন নিচে ক্লিক করে..