নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ১৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন
সর্বশেষ নমুনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ীগত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখাকায় ২৮ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে আরও ১ জন।
এ নিয়ে নাসিক এলাকায় ১০ জুন বুধবার পর্যন্ত করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ১ হাজার ৩৭৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৫৪ জন।
এর আগে গত ৯ জুন পর্যন্ত নাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৪৬ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৩ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায় গত ২৪ ঘন্টায় নাসিক এলাকা থেকে ১৬৭ জন সহ মোট ৫ হাজার ৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৪ জনের। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৫৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০০ জন।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ জন এবং মৃত্যু বরন করেছে ৪ জন। নতুন করোনায় আক্রান্তর ৬৬ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকা আক্রান্ত ২৮ জন । এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৩, সোনারগাঁ উপজেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন