সেনাবাহিনীর ত্রাণ

নারায়ণগঞ্জে ৮০০ অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ৮০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী। ১০ জুন মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর এবং সিদ্বিরগঞ্জের আদমজী এলাকায় এ সকল ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোত্তকিম বলেন, গত ২৪ মার্চ থেকে সিভিল প্রশাসনকে সহযোগীতায় আমরা মাঠে আছি। পাশাপাশি জনগনের পাশে থেকে আমরা তাদের সাহস দেওয়ার চেষ্টা করছি। একই সাথে নিরীহ দিন মজুর যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে আমরা ত্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি।


নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, এখনও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। তাই আমরা শুরু থেকে যেমন সচেতনতা বৃদ্ধিতে নানা কাজ করছি এখনো তা করে যাচ্ছি।

 

সেনাবাহিনীর পক্ষ তেকে ত্রাণ দেওয়া হচ্ছে বিধায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে নাহিদা বারিক জানান, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৯৬ হাজার ৭০৮ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিতে পেরেছি এবং যেসব পরিববারে শিশূ আছে এমন ১১ হাজার পরিবারের মাঝে শিশু খাদ্য আমরা পৌছে দিতে পেরেছি।

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

যে রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা অতি কম-ক্লিক করুন

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল-ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে  হটাৎ করে রদবদল করা হয়েছে। একই সাথে জর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।