নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ করোনার রেড জোন হলেও সম্প্রতি আশার আলো দেখা যাচ্ছে জেলার করোনা পরিস্থিতিতে। জেলায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও।
গত কয়েকদিনে আশানুরূপ হারে সুস্থ হচ্ছে করোনা আক্রান্ত রোগীরা। গত চার দিন ধরে জেলায় যে হারে করোনা রোগী সুস্থ হচ্ছে তাতে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতিকে পজেটিভ হিসেবে দেখছে নারায়ণগঞ্জের সচেতন মহল।
গত ৭ জুন জেলায় করোনায় আক্রান্ত রোগীদের মাঝে সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৯১০ জন। ২৪ ঘন্টায় কেউ সুস্থ না হওয়ায় গত ৮ জুন সুস্থ হওয়ার সংখ্য ছিল অপরিবর্তিত ৯১০ জন। তবে ৯ জুন মঙ্গলবার সুস্থ হওয়ার সংখ্যা ১৭০ জন বেড়ে দাড়ায় ১ হাজার ৮০ জন।
১০ জুন বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগী সুস্থ হওয়ার খবর না পাওয়া গেলেও ১১ জুন বৃহষ্পতিবার এসে আশানুরূপ হারে বেড়েছে করোনা রোগী সুস্থ হওয়ার সংখ্যা। নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১১ জুন সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ২৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ হাজার ৩১২ জন করোনা রোগী।
এর আগে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৮৩৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছেন এ পর্যন্ত ৯৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১২ জন।
মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন
যে রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা অতি কম-ক্লিক করুন