নারায়ণগঞ্জে পরিবহন চাঁদাবাজদের

নারায়ণগঞ্জে পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান-১১ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক-আইজিপি বেনজীর আহমেদের সারাদেশে পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারির পর থেকে দেশে পরিবাহন চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুর করেছে পুলিশ।

এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরই মধ্যে নারায়ণগঞ্জে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে ১১ চাঁদাবাজকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।


১১ জুন বৃহষ্পতিবার জেলা ট্রাফিক পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ এ তধ্য জানান।

তিনি জানান, আইজিপির নির্দেশে গত ৭ দিন ধরে জেলার সকল সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওযা শুরু হয়েছে। সড়কে কোন ধরনের চাঁদাবাজি চলবেনা। চাঁদাবাজির অভিযোগে কেউ জড়িত থাকলে কোন ছাড় দেওয়া হবেনা।


তিনি আরও জানান, গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে জেলা ট্রাফিক পুলিশ। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল , রুপগঞ্জের তারাব, ভুলতা পয়েন্ট এবং নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে জেলার সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

নারায়ণগঞ্জে করোনার সুখবর-জানতে ক্লিক করুন

যে রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা অতি কম-ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মৃত্যুদন্ড

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা-যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ১২ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে মাজেদুর রহমান (২৬)এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত।