নারায়ণগঞ্জ বাণী২৪ঃ সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকা ও বাসভবনের সিসি ক্যামেরা অকেজো করে দিয়ে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃুত্তরা। ১০ জুন বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
১১ জুন বৃহষ্পতিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম গন মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে তার অভিযোগ এটা কোন ষড়যন্ত্রের অংশ হতে পারে।
জানা যায়, সোনারগাঁ উপজেলা অফিস চত্বর, উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন এবং উপজেলা পরিষদ কার্যালয়ের ডিজিটাল নিরাপত্তার অংশ হিসেবে মোট ১৭ টি সিসি ক্যামেরা রয়েছে। বুধবার গভীর রাতে এ সকল ক্যামেরা গুলোর তার কেটে এবং কয়েকটি ক্যামেরা ভেঙ্গে ফেলে অকেজো করে দেয় দুর্বৃত্তরা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সিসি ক্যামেরা অকেজো করার বিষয়টি একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলেন, তিনি খুব ভাল ভাবে যাচাই করে দেখেছেন সিসি ক্যামেরাগুলো কোন বৈরি আবহাওয়া বা বৈদ্যুতিক স্পর্শে বিকল হয়নি। বরং উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারগুলো কেটে দেওয়া হয়েছে।
ক্যামেরা ও ভেঙ্গে ফেলার আলামত পাওয়া গেছে। এর এক মাস আগেও একইভাবে তারগুলো কেটে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে