নারায়ণগঞ্জ বাণী২৪ঃ প্রয়োজনে লেখাপড়ার দায়িত্ব নিবেন তবুও বাল্য বিবাহ নয় এমন আশ্বাস দিয়ে সোনারগাঁয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
১২ জুন শুক্রবার দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়ে ঐ নাবালিকা শিশুর পিতা মাতাকে এমন আশ্বাস দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এলকাবাসি জানায় সোনারগাঁ উপজেলাল জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাবালিকা শিশুর বিবাহ শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হবে এমন সংবাদে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে এই বিবাহ কন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, বিয়ে না দেওয়ার বিষয়ে মেয়ের বাবা-মা লিখিত মুচলেকা প্রেদান করেছেন। তিনি আরও জানান প্রয়োজনে মেয়েটির লেখাপড়ার খরচ চালানো হবে বলে তার বাবা মাকে আশ্বস্থ করা হয়েছে।