মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্বস্ত্রীক করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষায় রিপোর্টে কোভিট-১৯ পজেটিভ আসে।

একই সাথে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর দেহে করোনা সনাক্ত হয়েছে। এদিকে মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমান ও করোনায় আক্রান্ত হয়েছেন।

১২ জুন শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী , মন্ত্রীর স্ত্রী ও একান্ত সচিব বর্তমানে চিকিৎকের পরামর্শ অনুসারে বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং করোনায় আক্রান্তদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেযেছেন।


এর আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ১১ জুন বৃহষ্পতিবার তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রিপোর্টে তাদের কোভিট-১৯ পজেটিভ আসে।


এর আগে দেশের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহদুন উশেসিং করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে দেশের দুই মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

আরর পড়ুন নিচের লিংকে ক্লিক করে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*