করোনা

৪ হাজার ছাড়ালো নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা-গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৯৬ জন। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৪০০৪ জনে।

১৩ জুন নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৮ টি। যার মধ্য করোনা পজেটিভ পাওয়া গেছে ৯৬ জনের।


নতুন শনাক্ত ৯৬ জনের মধ্যে আবারো সবচেয়ে বেসি আক্রান্ত নারায়ণঞ্জের রুপগঞ্জ উপজেলায়। গত ২৪ ঘন্টায় রুপগঞ্জ উপজেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। এছাড়াও আড়াইহাজারে ২২ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ১৭ জন, সোনারগাঁয়ে ১৫ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৭ জন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সংগ্রিহীত নতুন ২২৮ টি নমুনার মধ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলা থেকে ১২৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৩ টি । তবে গত ২৪ ঘন্টায় কোন নমুন সংগ্রহ করা করা হয়নি আড়াইহাজার, সোনারগাঁও,বন্দর ও সদর উপজেলা থেকে।


রুপগঞ্জে নতুন করোনা শনাক্ত ৩২ জন সহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ জন, নারায়ণগঞ্জ সিটিতে ১৪৩৭ ,সদর উপজেলায় ১০৪৫, আড়াইহাজারে ৩৫৭,সোনারগাঁয়ে ৩৪৩ এবং বন্দরে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২২ জন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়নি কেউ।

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে

হাসপাতালে ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় প্রান গেলে নারায়গঞ্জের মেধাবী ছাত্রীর-ক্লিক ‍করুন জানতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সর্বশেষ খবর

নারায়ণগঞ্জে লকডাউন খোলার ১ম দিন-গত ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৬৭

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৬৯ জনের। সর্বশেষ পরীক্ষার রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য