নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত কয়েকদিন ধরেই ধারাবহিক ভাবে বাড়ছে করোনার সংক্রমণ। জেলায় প্রতিদিনের করোনায় আক্রান্তের হিসেবে মোট আক্রান্তের মধ্যে ইদানিং প্রায়ই জেলার সর্বোচ্চ আক্রান্তের তালিকায় আসছে রূপগঞ্জের করোনায় আক্রান্তের হিসোব।
এরই মধ্যে আবারো জেলায় করোনায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রূপগঞ্জে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে আরও ৯৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রূপগঞ্জেই আক্রান্ত হযেছে জেলার সর্বোচ্চ ৩২ জন।
এ নিয়ে ১৩ জুন শনিবার পর্যন্ত রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭০০ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু না হওয়ায় রূপগঞ্জে মৃতের সংখ্যা অপরিবর্তিত ২ জন।
১৩ জুন শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় রুপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ কারা হয়েছে ১২৫ জনের। এ পর্যন্ত রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোট ৫ হাজার ২ জনের নমুনা সংগ্রহ কারা হযেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিট-১৯ পজেটিভ এসেছে ৩২ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রূপগঞ্জে ১৩ জুন শনিবার পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েঝে মোট ৭০০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯২ জন।