খোরশেদ

করোনায় আক্রান্ত হয়েও থেমে নেই খোরশেদ-বৃষ্টির মধ্যেই করলেন মৃত ব্যক্তির দাফন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিজে করোনায় আক্রান্ত হয়েও থেমে থাকেন নি কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ। একের পর এক জীবনের ঝুকি নিয়ে করে যাচ্ছেন মৃত ব্যক্তির দাফন।

১৩ মে করোনা আক্রান্ত হয়ে  সিটি কর্পোরেশন এলাকায় মৃত্যু বরণকারীর দাফন সম্পন্ন করেন মানবাতার প্রতীক কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ও তার ১৩ টিম মেম্বাররা। এ নিয়ে ৮০ তম দাফন সম্পন্ন করলেন খোরশেদ ও তার টিম।


১৩ জুন ভোর রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্য হয় নাসিক দুই নম্বর ওয়ার্ডের মিজমিজি বসির উদ্দিন মার্কেট এলাকার বাসিন্দা হাজী ইদ্রিস আলী।

 

করোনা আক্রান্ত হওয়া মৃত হাজী ইদ্রিস আলীর গোসল করানো ও দাফনের জন্য লোক জন পাচ্ছিলনা তার পরিবার। ভোর রাতেই কল করেন কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ কে। প্রতকিুল পরিবেসে টিমে সদস্য কম থাকায় নিজেই বেড়িয়ে পড়েন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার জন্য।


চলমান করোন পরিস্থিতিতে ৮০ তম দাফন সম্পন্ন করে কাউন্তিসর খোরশেদ সাংবাদিতদের বলেন,আলহামদুলিল্লাহ- আজ ৮০ তম দাফন সম্পন্ন করলাম। করোনা মৃত্যু বরন করায় স্থানীয় কাউকে না পেয়ে হাজী ইদ্রিস আলীর পরিবার আমাকে রাত ৩ টার দিকে কল দেয়। এরপর রাত ৩টা ৩০ মিনিটের মধ্যে সাবইকে একত্রীত হয়ে  ৪ চার মধ্যে নিহতের বাড়ি পৌঁছে মরহুমের গোসল, কাফন, জানাজা শেষে সকাল ৬টা ৩০মিনিটে দাফন সম্পন্ন করি।

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।