নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এলাকা সহ তিনটি উপজেলা পুরোপুরি রেড জোন হিসেবে চিহ্নত করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিাট এলাকাকে সবচেয়ে বেসি ঝুকিপূর্ণ এলাকা হিসেবে নিহ্নিত করা সহ আড়াইহাজার , রুপগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর উপজেলাকে রেড জোনের আওতায় আনা হয়েছে।
শনিবার দেশের কেন্দ্রিয় করোনায় ঝকি নির্ণয়ক কমিটি নারায়ণগঞ্জে এসব এলাকাকে রেড জোন হিসেবে নিহ্নত করেন। তবে সভায় বলা হয়েছে, জেলার সিভিল সার্জন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রেড জোন চিহ্নিত এলাকা গুলোকে সুনিদিষ্ট ভাবে চিহ্নিত করে রেড জোন হিসেবে ঘোষনা করবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার করোনা ফোকাল পার্সন ডা.মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের কোন কোন এলাকা গুলোকে রেড, ইয়োলো এবং গ্রীন ঘোষনা করবো ,তা নিয়ে কাজ করছি।
জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ গনমাধ্যেমকে বলেন, সব এলাকা লকডাউন করা সম্ভব হবেনা। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি ও সদর এলাকা করোনা সংক্রমন নিয়ন্ত্রনে থাকলেও আড়াইহাজার এবং রুপগঞ্জ এলাকায় করোনা সংক্রমন বাড়ছে। বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।