পুলিশ সদস্যের মৃত্যু

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ দেশে আরও দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ১৫ জুন সোমবার পুলিশের এক উপ-পরিদর্শক এবং একজন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশে পুলিশ তাদের ফেসবুক বার্তায় জানায়,পুলিশের উপ-পরিদর্শক এস এম মুকুল মিয়া করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১ টায় মৃত্যু বরণ করেন। তিনি সর্বশেষ ঢকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় কর্তব্যরত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চরকুলী গ্রামের বাসিন্দা।


একই দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন পুলিশ কনস্টেবল আবুল হোসেন আজাদ। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন সোমবার ভোর সোয়া ৪ টায় ঢাকার রাজারবাগ কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেণ। তিনি সর্বশেষ ঢাকা মেট্রো পলিটন পুলিশের আজমপুর উত্তর পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ সদস্যের মৃত্যু

এ নিয়ে দেশে মোট ২৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Bngladesh police

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু-আইজিপির শোক

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৬ জুন শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।