নারায়ণগঞ্জ বাণী২৪ঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কঠোর নির্দেশনায় পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে সারাদেশে চলমান অভিযানে ১০৯ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
১৮ জুন বৃহষ্পতিবার পুলিশ সদর দপ্তর গন মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ সদর দপ্তর জানায়, চলতি মাসের শুরুতে আইজিপি বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে সড়ক ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সভার পর তিনি পুলিশের বিভন্ন ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, আইজিপির এই কঠোর নির্দেশনার পর থেকে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করছে। এরই মধ্যে গত ১ জুন থেকে এ পর্যন্ত সারাদেশে সড়ক-মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে ১০৯ জনকে গ্রেফতার করেছে এবং তাদেকে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদা তোলার অভিযোগে ৫১ টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।