নারাণগঞ্জ বাণী২৪.কমঃ আগামীকাল ২১ জনু রবিবার বিশ্বের অনেক দেশে বলয় সূর্যগ্রহণ হবে। পাকিস্তান, ভারত ও চীন সহ সূর্যগ্রহণ দেখা যাবে কঙ্গো, ইথিওপিয়া, লাইবেরিয়া দেশ গুলো থেকেও।
বলয় গ্রহণটি বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে যদি বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকে।
২১ জনু শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাবধান করা হয়েছে যেন আগামী কাল সূর্যর দিকে খালি চোখে না তাকানো হয়।
কারন হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোখের মারাত্মক ক্ষতি হতে পারে,যদি খালি চোখে সূর্যের দিকে তাকানো হয়।সোলার ফিল্টার ও ১৩ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে সূর্যগ্রহন পর্যবেক্ষণ করতে হবে অতিমাত্রায় ক্ষতিকারন রশ্নি থেকে রক্ষা পেতে। ।বাইনোকুলার বা ক্যামেরা ও টেলিস্কোপ দিয়ে সুর্যের দিকে তাকানো যাবেনা।
করোনা সংক্রমণের কারণে এবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে কোনো পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে না বলে জানান,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
বাংলাদেশে পরবর্তি সূর্যগ্রহণ দেখা যাবে ২০২২ সালের ২৫ অক্টোবর মাসে।