নারায়ণগঞ্জে করোনার

সুখবর-নারায়ণগঞ্জে সুস্থতার রেকর্ড-গত ২৪ ঘন্টায় সুস্থ ৩১১ জন-নতুন আক্রান্ত ৫৭

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জে সর্বোচ্চ সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে সুস্থ হয়েছে ৩১১ জন। করোনা সংক্রমণের শুরু থেকে এক দিনে আক্রান্তদের মধ্যে এটাই সুস্থতার রেকর্ড ।

তবে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫৭ জন। ২২ জুন জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

নতুন আক্রান্ত ৫৭ জন সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭০০ জন এবং নতুন সুস্থ ৩১১ জন সহ করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে মোট ২৪৭১ জন।


নতুন আক্রান্তদের মধ্যে করোনায় রেড জোন রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ২০ জন। নারায়ণগঞ্জে সিটি এলাকায় আক্রান্ত হয়েছে ১৮ জন, সোনারগাঁ উপজেলায় ১০ জন, এবং আড়াইহাজার উপজেলায় ৯ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় ৩১১ জন সুস্থদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৩৯ জন সুস্থ হয়েছে। এছাড়াও বন্দরে সুস্থ হয়েছে ৩৬ জন সহ নারায়ণগঞ্জ সিটিতে ৩৩ জন এবং সোনারগাঁ উপজেলায় সুস্থ হয়েছে ৩ জন।


নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫৪ জনের। এর মধ্যে রুপগঞ্জ উপজলায় সর্বোচ্চ ২২০ টি, সদর উপজেলায় ৮৫ টি, সোনারগাঁ উপজেলায় ৪৬ টি, সিটি এলাকায় ৫০ টি, বন্দর উপজেলায় ২৪ ও আড়াইহাজার উপজেলা থেকে ১৯ টি নতুন নমুনা সংগ্রহ করা হয়েছে।


নতুন নমুনা ৪৫৪ টি সহ জেলায় মোট নমুন সংগ্রহ করা হয়েছে ২২৩৪৬ জনের। যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৪ হাজার ৭ শত জনের।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। গত ২১ জন রবিবার জেলায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও খবর পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*