নারায়ণগঞ্জ বাণী২৪ঃ এ বছরের পবিত্র হজ্ব পালনের বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহন করেছে সৌদি সরকার। এ বছর নতুন করে অন্য কোন দেশ থেকে সৌদি আরব পবিত্র হজ্ব পালনের জন্য যেতে পারবেনা।
তবে সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক লোক নিয়ে ধর্মীয় এ অনুষ্ঠানিকতা পালন করা হবে। এবার সর্বোচ্চ ১ হাজার জন হজ্ব পালনের অনুমতি পাবে বলে জানিয়েয়ে সে দেশের হ্জ্ব মন্ত্রনালয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, ২৩ জুন মঙ্গলবার সে দেশের হজ্ব মন্ত্রী মোহাম্মদ বাতেন গন মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে যাদের হজ্ব পালনের অনুমতি দেওয়া হবে তাদের কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, এবারের হজ্বে ৬৫ বছরের নিচে বয়স্তদের নির্ধারন করে দেওয়া হবে। এবারের হজ্বে হজ্ব যাত্রীদের মক্কায় পৌঁছানোর পুর্বে হাজিদের করোনা ভাইরাস টেস্ট করা হবে এবং হজ্ব শেষে ফিরে যাওয়ার পর তাদেরকে কোয়ারেন্টাইনের রাখা হবে।
সারাবিশ্বের মত সৌদি আরবেও ছড়িয়েছে মহামারির করোনার সংক্রমণ। এ পর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৭ জনের। করোনার এমন পরিস্থিতি বিবেচনায় হজ্বের বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহন করেছে সৌদি সরকার।