নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বন্ধ করা হচ্ছে সরকারি খরচে করোনা পরীক্ষা । ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে নমুনা পরীক্ষা করানোর ব্যাক্তিগত ফী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষা ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে ।
পরিপত্র অনুযায়ী বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য ২০০ টাকা এবং বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর জন্য দিতে হবে ৫০০ টাকা। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্যও প্রতি টেস্ট করাতে লাগবে ২ শত টাকা।
পরিপত্রে আরও বল হয়েছে, মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সংক্রান্ত সরকারি আদেশ বহালের পাশাপশি চিকিৎসা সুবিধা বিধিমালার আওতায় সরকারি কর্মকতা-কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা বহাল থাকবে।
করোনা পরীক্ষার প্রাপ্য অর্থ জমা হবে সরকারি কোষাগারে।