নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ ৩ শত শয্যা হাসপাতালে অবশেষে চালু করা হলো ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট।
জেলায় করোনার প্রকোপতা শুরু হবার পর সাংসদ এ কে এম সেলিম ওসামানের সহযোগীতায় জেলার প্রথম ৫০ শয্যা বিশিষ্ট পিসিআর ল্যাব সহ করোনা হাসপাতাল চালু করা হয়।
তবে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইসিইউ/ভেন্টিলেটর না থাকায় চিকিৎসা সেবা প্রদানে সাময়িক সমস্য দিখা দিচ্ছিল।
২রা জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে নারায়ণগঞ্জ ৩ শ শয্যা হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্ভোদন করেন নারাণয়গঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
এসময় আর উস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জসিম উদ্দিন, সিভিল সার্জন, মুহাম্মদ ইমতিয়াজ. হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা.গৌতম রায় এবং বিকেএমইএ এর সিনি.সহ সভাপতি মোহাম্মদ হাতেম।
এর আগে গত ২২ জনু নারায়নগঞ্জ ৩ শ শয্যা হাসপাতালে ১০ আইসিইউ বেড আনা হয়।
নারায়ণগঞ্জের করোনা “রেড জোন এলাকার তালিকা জানতে এখানে ক্লিক করুন