চন্দ্রগ্রহণ

শুরু হয়েছে চন্দ্রগ্রহণ-সর্বোচ্চ গ্রহণ হবে সকাল ১০টা ৩০,পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশের আকাশে রবিবার সকাল ৯ টা ৪ মিনিটে এই গ্রহণ শুরু হয়েছে চন্দ্রগ্রহণ,চলবে সকাল ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত।

সকাল ৯ টা থেকে শুরু হলেও সর্বোচ্চ গ্রহণ শুরু হবে সকাল ১০ ৩০ মিনিট থেকে । তবে এবারো সূর্যগ্রহনের মতো চন্দ্রগহণ দেখা জাবেনা বাংলাদেশের আকাশে।


আবহাওয়া অধিদফতর গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণে জানায় , উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষ হবে পেরুর লিমা শহরে।

 

আরও খবর পড়ুন নিচে ক্লিক করে….. ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*