গোপালগঞ্জে বাস চাপায় শিক্ষার্থী নিহত।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বাস চাপায় রাকিবুল সিকদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের হুমায়ুন কবির সিকদারের ছেলে। এ বছর সে গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও একই কোম্পানির অপর একটি বাসে ভাঙচুর চালায়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রাকিবুল সিকদার রাস্তা পার হচ্ছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেবা গ্রীণ লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া