নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা প্রকোপতায় এবার পবিত্র হজ পালনে সৌদি বাসী ছাড়া কেউ অংশগ্রহক করতে পারবে না। সেখানেও বেধে দেওয়া হয়েছে হজ্ পালনকারীদের সংখ্যা। পবিত্র হজে ১ হাজার ব্যাক্তি হজ পালন করতে পারবে।
করোনার সংক্রমন রোধে হজ চলাকালীন স্পর্শ করা যাবেনা পবিত্র কাবা শরীফ ও হাজরে আসওয়াত পাথর। একমটাই নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে।
একই সাথে করোনারে সংক্রমণ রোধে কাবা শরীফে নামাজ আদায়ের ও তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে….
- সোমবার-নারায়ণগঞ্জের সার্বশেষ করোনর খবর জানতে এখানে ক্লিক করুন-
- আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- দেশে ২ হাজার ছাড়াল করোনায় মৃত্যুর সংখ্যা-ক্লিক করুন
- নারায়ণগঞ্জের করোনা “রেড জোন এলাকার তালিকা জানতে এখানে ক্লিক করুন