নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দীর্ঘ দিন আইসিসি র্যাংকিংয়ে অলরাউন্ডারের শীর্ষস্থানে থাকা সকিব আল হাসান এবার স্থান করে নিলেন শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান খেলোয়াড়ের তালিকায়।
ওয়ানডেতে ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের মধ্যে নাম রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানের । ওয়ানডে ম্যাচে রানের সাথে ২৫০ উইকেটের বেশি থাকা খেলোয়ারদের তালিকা থেকে বাছাই করা হয় সর্বকালের সেরা ৫ খেলোয়ারের নাম । ওয়ানডে ম্যাচে সাকিবের রয়েছে ব্যাক্তিগত রানের সাথে ২৫০ টিরো বেশি উইকেট।
ক্রিকইনফো করা তালিকা থেকে জানা যায়, সেরা পাঁচ অলরাউন্ডারে শীর্ষে রয়েছে ৪৪৫টি ওয়ানডে খেলে ১৩৪৩০ রান ও ৩২৩টি উইকেট নিয়ে শ্রীলঙ্কার আইকন সনাৎ জয়সুরিয়া, ৩২৮টি ওয়ানডেতে মোট রান ১১৫৭৯ ও ২৭৩টি উইকেট নিয়ে সেরা লরাউন্ডার জ্যাক ক্যালিস, এরপর রয়েছেন পাকিস্তানের আফ্রিদি ও আব্দুল রাজ্জাক এবং বাংলাদেশের সাকিব আল হাসান।
তবে শীর্ষ পাঁচের তারকার ৪ জন অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, খেলে জাচ্ছেন সাকিব আল হাসান…..