ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ফরিদপুর কারাগারের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় হেমায়েত সর্দার (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টা ২০মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। হেমায়েত ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের ছাগলদি গ্রামের মৃত তাহেজউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে ফরিদপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ মোট ১০টি মামলা রয়েছে। এ কারাগারে ৪০৯/১৮ নম্বর হাজতি ছিলেন হেমায়েত। ফরিদপুর কারাগারের তত্তাবধায়ক আবদুর রহিম বলেন, গত শুক্রবার কারাগারে ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতায় অসুস্থ হয়ে পড়েন হেমায়েত। ওই দিনই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রবিবার রাত ১টার ২০ মিনিটের দিকে প্রিজন সেলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান হেমায়েত। এ ব্যাপারে ফরিদপুর কারাগারের তত্ত¡বধায়ক আবদুর রহিম বাদী হয়ে গতকাল সোমবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলাদায়ের করেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বিকালে মৃতের লাশ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যুব অধিকার পরিষদ

যুব অধিকার পরিষদ সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা

নারাণগঞ্জ বাণী২৪.কমঃ  যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।