নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে ৩০ জন । তবে আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেনি কেউ। করোনা পরিস্থিতি
১৩ জুলাই সোমবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়। করোনা পরিস্থিতি
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ জনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩ জন, রুপগঞ্জ উপজেলায় ৮ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৯ জন বন্দর উপজেলায় ২ জন এবং আড়াইহাজার উপজেলায় নতুন করে ২ জন এবং সোনারগাঁ উপজেলায় ৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় নতুন আক্রান্ত ৩০ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৫৯২ জনে। newsnarayanganj24, pressnarayangaj24, live narayanganj
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১০ জন।। নতুন সুস্থ ১১০ সহ নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ৪৯৬৯ জন। pressnarayanganj24, press narayanganj, live narayanganj
গত ২৪ ঘন্টায় জেলার উপজেলা গুলো থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২০ জনের। এর মধ্যে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ৮৯ টি, ইউএস বাংলা’র মাধ্যেমে ৩৯ টি, রুপগঞ্জ উপজেলা থেকে ২১ টি, আড়াইহাজার উপজেলা থেকে ১১ টি, বন্দর উপজেলা থেকে ১৪ টি, সদর উপজেলা থেকে ৩৪ টি ও সোনারগাঁ উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে ১২ টি নমুনা। নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ২৮৫৯২, যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৫৯২ জনের। livenarayanganj, narayanganj live news
জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২১ জন,মোট আক্রান্তের সংখ্যা ৫৫৯২ জন এবং আক্রান্তদের মধ্য সুস্থতার সংখ্যা ৪৯৬৯ জন। bangladesh protidin, bd protidin. jago narayanganj