নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার জন্য ল্যাব এইড নারায়ণগঞ্জ ব্রাঞ্চকে অনুমতি প্রদান করা হয়েছে। তবে নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহ হলেও পরীক্ষা করা হবে ঢাকা ব্রাঞ্জের পিসিআর ল্যাবে।
১৪ জুলাই নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগ অফিস ল্যাব এইড নারায়নগঞ্জ ব্রাঞ্চ-এর করোনার নমুনা পরীক্ষার বিষয় নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সরকার নির্ধারিত ফি নিয়ে নমুনা সংগ্রহ করতে পারবে ল্যাব এইড এর নারায়ণগঞ্জ ব্রাঞ্চ, এবং পরীক্ষা করবে ঢাকা ল্যাব এইডের নিজস্ব পিসি আর ল্যাবে।
<!– Composite End —
করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষায় সরকারের পক্ষ থেকে যে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলে বাসা থেকে সংগ্রহ ফি – ৫০০/- এবং সেন্টারে বা বুথে এসে নমুনা প্রদানে- ২০০/-।
”ল্যাব এইড নারায়ণগঞ্জ ব্রাঞ্চ” উল্লেখিত ফি মোতাবেগ করোনা পরীক্ষ করতে পারবে।
আরও খবর পড়ুন নিচে ক্লিক করে..
- ঈদের ছুটি সর্বমোট ৩ দিন-থাকতে হবে কর্মস্থল এলাকায়
- করোনায় মৃত্যু হলো সিএমপি উপ-কমিশনারের
- প্রতিবন্ধী নারীকে ধর্ষণ-ক্লিক করুন
- হজে এবার স্পর্শ করা যাবেনা কাবা শরীফ ও হাজরে আসওয়াত পাথর