নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা পরীক্ষায় ভূয়া রির্পোট প্রদানকারী বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ গ্রেফতার করেছে র্যাব।
১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ থেকে সিমানা পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়াই ছিল তার উদ্দেশ্যে।
ইতিমধ্যে প্রতারক সাহেদ আইনসৃঙ্খলা বাহিনীর চোখ আড়াল হওয়ার জন্য কেটে ফেলেছেন তার গোফ ,চুলে লাগিয়েছেন কালার। ইচ্ছে ছিল ভারতে গিয়ে মাথা নেড়া করে ফেলবেন পালিয়ে থাকার জন্য। এমন তথ্যই জানিয়েছেন তাকে আটককারী র্যাব সদস্যরা।
পালিয়ে থাকার সময় প্রতারক সাহেদ ঘন ঘন অবস্থান পরিবর্তন করেছে বলে ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল আহমেদ জানান। ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোরখা পরে নৌকায় ওঠার আগ মুহূর্তে তাকে আটক করা হয়।
প্রতারক সাহেদকে গ্রেফতারে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ র্যাব ৬-এর একটি দলের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন কর্নেল তোফায়েল আহমেদ।
আটককৃত সাহেদকে হেলিকাপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।
বিঃদ্রঃ ”প্রতারক” শব্দটা শুধুমাত্রা নারায়ণগঞ্জ বাণী২৪ এর পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। ব্রিফিংয়ে র্যাব”প্রতারক’শব্দ ব্যবহার করেন নাই।