নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত কয়েক দিননের তুলানায় কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে নমুনা সংক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ জন। আক্রান্তদের মধ্য গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেনি কেউ। newsnarayanganj24 , live narayanganj, jugerchinta.bd protidin
আক্রান্ত ৪২ জনের মধ্যে রুপগঞ্জে ৬ জন, নারায়ণগঞ্জ সদরে ৯ জন, সোনারগাঁয়ে ৩ জন, আড়াইহাজারে ২ জন, বন্দরে ৩ জন এবং নারায়ণগঞ্জে সিটি এলাকা সমুহে নতুন করে কারোনায় আক্রান্ত হয়েছে আরও ১৯ জন।
১৫ জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৪২ জন সহ সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৬৬০ জনে। press narayangnja24, pressnarayanganj
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্য নতুন মৃত্যু না থাকায় জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃুত্যুর সংখ্যা ১২১ জন।
জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৯ টি। এর মধ্যে আড়াইহাজার থেকে ১০ টি, বন্দর থেকে ৫ টি, ৩শ শয্যা হাসপাতাল থেকে ৮৪ টি, রুপগঞ্জ থেকে ২৮ টি, ইউ এস বাংলার মাধ্যেমে ৩৭ টি, সদর উপজেলা থেকে ২৮ টি এবং সোনারগাঁ থেকে সংগ্রহ করা হয়েছে নতুন ৭ টি নমুনা। নারায়ণগঞ্জের করোনার খবর
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৯৮ জন। গতকাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ছিল ৪৯৪৯ জন। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ৫০৪৭। নারায়ণগঞ্জের করোনার খবর