নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সরকারের সিদ্ধান্ত মোতাবেগ ঈদের আগেও পরে ৯ দিন গনপরিবহন বন্ধ থাকবে এমন তথ্য জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জানালেন ভিন্ন কথা,গনপরিবহন নায়,৯ দিন বন্ধ থাকবেন পণ্যবাহী যানবাহন সমুহ।
১৫ জুলাই বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে জানয়েছিলেন, ৫ দিন আগে থেকে ঈদের পরের তিনদিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা পেয়েছেন।
সভা শেষে ঈদ-উল আজহার আগে গণপরিবহন বন্ধের নির্দেশনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, গন পরিবহন নয়, বন্ধ থাকবে ণ্যবাহী যানবাহন সমুহ।
প্রতিমন্ত্রী আরও জানায়, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। গণপরিবহনের একটা অংশ যাত্রীবাহী লঞ্চ বা ফেরি চালু থাকার পাশাপাশি আমি যতটুকু বুঝতে পারছি ট্রেন-বাসও চলবে।
আরও পড়ুন..
- বুধবার-নারায়ণগঞ্জের করোনা আপডেট-ক্লিক করুন
- বাড়ল নারায়ণগঞ্জে ল্যাব এইডের করোনা পরীক্ষার ফি
- অবশেষে গ্রেফতার রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ
- করোনা মুক্ত মাশরাফি