বিরতির পর ফরিছেন শ্রাবণ্য তৌহিদা

 

বিনোদন ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে জিটিভির প্রতিদিনের অনুষ্ঠান ‘ক্রিকেট ম্যানিয়া’ উপস্থাপনা করে আলোচনায় আসেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা । গত বছরের ৮ই নভেম্বর মালয়েশিয়ার সুবাং জয়া মেডিকেল সেন্টারে পুত্র সন্তানের মা হন তিনি। এরপর কাজে কিছুটা বিরতি দিলেও আবারো কাজে ফিরেছেন তিনি। শ্রাবণ্য তৌহিদা এ প্রসঙ্গে বলেন, কর্মবিরতি শেষে আবারো কাজে ফিরেছি। গত মাসে জিটিভির ক্রিকেটবিষয়ক শো ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানের মাধ্যমে আবারো কাজে ফেরা হয়েছে আমার। এরপর এনটিভির বিনোদনমূল

ক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’-এর নিয়মিত উপস্থাপনা করছি।
আমার ছেলে সারহান আবিয়ান খান শুদ্ধর বয়স এখন সাড়ে চার মাস। বিরতির পর আবারো কাজে ফিরে ভালো লাগছে। সামনে সময় মিললে বিজ্ঞাপন, নাটক ও বড় পর্দায় কাজ করার ইচ্ছে রয়েছে। শ্রাবণ্য তৌহিদা পেশায় চিকিৎসক হলেও নিজের পেশাগত জীবনের বাইরে মডেলিং, উপস্থাপনা ও অভিনয় করে বেশ সুপরিচিতি পান। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনার জন্য এক বছরের ফেলোশিপ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি নিজের বাকিটা সময় ছেলে শুদ্ধর সঙ্গেই কাটান। মা ও ছেলের রোমাঞ্চকর মুহূর্তগুলো যেন কিছুতেই মিস করতে নারাজ শ্রাবণ্য। মা হওয়ার সময়টাতে শরীরের ওজন অনেকটা বেড়ে গেলেও বর্তমানে তিনি ওজন কমিয়ে নিজেকে ফিট রেখেছেন। নিজের নিয়মিত অনুষ্ঠানগুলোর পাশাপাশি ভালো গল্পের কিছু নাটক ও ‘আয়নাবাজি’ ছবির মতো কাহিনীতে প্রস্তাব পেলে বড় পর্দায়ও কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া