নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ তল্লায় মসজিদে এসি বিস্ফোরনের ঘটনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ১১ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন হলেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), ইব্রাহিম হোসেন (৪৩), জুয়েল (৭) ও রিফাত (১৮) । তবে তাৎক্ষনিক ভাবে নিহত ৭ জনের নাম পাওয়া যায়নি।
মসজিদে এসি বিস্ফোরনের ঘটনায় জুয়েল নামের এক ৭ বছরের শিশুর মৃত্যু হয় গতকাল রাত ১২ টার দিকে। তারপর থেকেই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা । সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়ায় ১১ জনে।
উল্লেখ্য যে, গতকাল রাতে পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের রাত ৯ টার দিকে এশার নামাজ আদায় কালে মসজিদে থাকা সবকটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় ৩৭ জন।
আরও পড়ুন…