আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যান আলী হোসেনের বিরূদ্ধে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে দির্ঘ কয়েক বছর পর স্বর্ণ চোরাচালান মামলায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
এর আগে ২০১৪ সালের ২২ আগস্ট ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৭ কেজি ৩০০ গ্রাম অবৈধ স্বর্ণ সহ সোনারগাঁ উপজেলার বড় আলমদি গ্রামের বাসেদ মিয়ার ছেলে মোহাম্মদ আল আমিন (২৫) শুল্ক গোয়েন্দাদের হাতে আটক হয়।


এ ঘটনায় সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সে ঘটনায় গ্রেফতারকৃত আল আমিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে আলী হোসেন চেয়ারম্যানের নাম উল্লেখ করে।

পরে মামলার তদন্তকারি কর্মকর্তা আলী হোসেন চেয়ারম্যান সহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তখন আলী হোসেন চেয়ারম্যানকে পলাতক দেখানো হয়েছিল।


এ মামলায় ১৬ জন আসামীর মধ্যে ৮ জনের নাম অভিযোগপত্রে সম্পৃক্ত করায় ৮ জন আসামীর নাম বাদ পরায় ২০১৭ সালের ৯ মার্চ তৎকালীন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত মামলাটি অধিকর তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেণ।

অধিকতর তদন্ত শেষে সিআইডির সহকারি পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম এ বছরের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। অধিকতর তদন্তের পরও আসামীর তালিকায় নাম আসে হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেনের।

আদালত অধিকতর তদন্তের অভিযোগপত্র আমলে দিয়ে গত মঙ্গলবার আলী হোসেন চেয়ারম্যান সহ পলাতক আসামীদের বিরুদ্ধে গেফতারি পরোয়া জারির আদেশ দেয়।

কথিত আছে আলী হোসেন চেয়ারম্যান গোপনে বিশেষ চেষ্টা করেও স্বর্ণ চোরাচালান মামলা থেকে অব্যহতি পেতে পানেনি। এদিকে একজন জনপ্রতিনিধি হয়েও স্বর্ণ চোরাচালান মামলায় অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া হাইজাদি ইউনিয়ন সহ আড়াইহাজার উপজেলায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*