নারায়ণগঞ্জ বাণী২ঃ নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিষ্ফোরনের ঘটনায় সিফাত (১৮) নামের আরও এক
কিশোরের মৃত্যু হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে বায়তুস সালাত জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওসাংবাদিক সহ মোট ৩৪ জনের মৃত্যূ হয়েছে। শেখ হাসিনা বর্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল শনিবারগনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে বায়তুস সালাত জামেমসজিদে বিষ্ফোরনের ঘটনায় অর্ধ শতাধিক মুসল্লি দগ্ধ হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৩৭ জনকে চিকিৎসার জন্যশেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
এ পর্যন্ত ৩৪ জনের মৃত্য্যূ হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন এবং গুরুত্বর আহত অবস্থায় ২ জন চিকিৎসাধীন রয়েছেন।