নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে যে চাকুরি পান তাদে সংসার চালাতে অনেক কষ্ট হয় বলে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন!
বেতন কম , তাই সংসার চারাতে অনেক কষ্ট হয়।এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন..! এমনটাই ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন । একই সাথে পদত্যাগ করার ব্যবারেও বলেন তিনি।
খবর মেট্রো ইউকে ও টাইমস নাউ নিউজের।
জনসনের দলের এক এমপি জানান, বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বেতন বছরে দেড় লাখ পাউন্ডের কাছাকাছি। জখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না,কটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। একই সাথে মাসে দু’টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন প্রায় ১ লাখ ৬০ হাজার পাউন্ড।
জনসনের দলের এক এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আসলেই ওনার আয় অনেক কমে গেছে।প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় এবং যোগাতে হয় ছয় ছেলেমেয়ের পড়াশোনা।
ততে এখনি তিনি পদত্যাগ করবেন না , বর্তমানে চলা করোনা মহামারি ও ব্রেক্সিট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন।
- ২০২১ সালের বিশ্ব সেরা ১০ বিশ্ববিদ্যালয়-তালিকা সহ
- ৭ হাজার ছাড়ালো না.গঞ্জে করোনায় আক্রান্তে সংখ্যা-সর্ব শেষ খবর জনতে এখানে ক্লিক করুন