নারায়গঞ্জ বাণী২৪.কমঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি’র অটো পাস নিয়ে স্যাটায়ার করার কিছু নাই। ফলাফল পেয়ে ছাত্র-ছাত্রীরা মানসিক ও শারীরিকভাবে ভালো আছে।
১০ ফেব্রুয়ারী বুধবার রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জিপিএ পদ্ধতি তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে,পরীক্ষায় ভীতিকর ব্যাপার ও মূল্যায়নে পরিবর্তন আনতেই এই প্রচেষ্টা।
বালাদেশে অসাধারন ভাবে করোনার সংকট মোকাবেলা করেছে উল্লেখ্য করে বলেন, করোনার টিকা প্রদানে সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।