নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগারের জন্য নগরীর কালীর বাজারস্থ র্যাব অফিস সংলগ্ন নির্মানাধীণ ভবন পরিদর্শণ করেছেন ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি ও লাইব্রেরী আনলিমিটেড এর প্রজেক্ট ডিরেক্টর ক্রিষ্টি ক্রোফোর্ড। গতকাল মঙ্গলবার সকালে তিনি এই স্থান পরিদর্শণে আসেন। ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি ও লাইব্রেরী আনলিমিটেড এর প্রজেক্ট ডিরেক্টর ক্রিষ্টি ক্রোফোর্ড প্রথমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা গণগ্রন্থাগার পরিদর্শণ করেন। এরপর তিনি কালীরবাজারে র্যাব অফিসের পাশে নির্মাণাধীণ জেলা গণগ্রন্থাগার ভবন পরিদর্শণ করেন। সম্পূর্ণ সরকারী অর্থায়নে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের জুন মাসে। চলতি বছরের জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হবে জানান গণপূর্ত বিভাগের উপ-সহকারী পরিচালক রুহুল আমিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো: শরফুদ্দিন, গনপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী নুরুল ইসলাম, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোশারফ হোসেন, জুনিয়র লাইব্রেরীয়ান রত্মা সরকার, সহকারী লাইব্রেরীয়ান নারগিস আকতার প্রমূখ।