নারায়ণগতঞ্জ বাণী২৪.কমঃ কমনওয়েলথভুক্ত দেশগুলোর অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন নারী নেতার তালিকায় আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম স্থানে রয়েছেন,নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন , দ্বিতীয় স্থানে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং তৃতীয় স্থানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫ ফেব্রুয়ারি শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে, কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি বলেন, কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে,নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই।তারা নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন করোনা মহামারির সময়।