নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আইসিসি-ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের রেঙ্কিং প্রকাশ করা হয়েছে। সেরা দশ দলের প্রথম স্থানে রয়েছে ভারত। এর আগে প্রথম স্থানে ছিল নিউজিল্যান্ডকে।
এবছরের রেঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা নিউজিল্যান্ডকে টপকে সবচেয়ে বেশ রেটিং পয়েন্ট ১২২ নিয়ে প্রথম স্থান দখল করেছে ভারত।
আরও পড়ুন-অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন নেতার তালিকায় শেখ হাসিনা
তবে বাংলাদেশ কে পছনে ফেলে একধাপ এগিয়ে গিয়েছে অফগানিস্তান। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে ৯ম স্থানে এবং ৫১ রেটিং পয়েন্ট বাংলাদেশের অবস্থান ১০ম।
এরপরের দেশ গুলো যথাক্রমে…
- নিউজিল্যান্ড (১১৮)
- অস্ট্রেলিয়া (১১৩)
- ইংল্যান্ড (১০৫)
- পাকিস্তান (৯০)
- দক্ষিণ আফ্রিকা (৮৯)
- শ্রীলঙ্কা (৮৩)
- ওয়েস্ট ইন্ডিজ (৮০)