NSDA-এনএসডিএ’র অ্যাসেসর পুলে আবেদন করুন-প্রক্রিয়া,যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন..

নারায়ণঞ্জঞ্জ বাণী২৪.কমঃ NSDA-জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তিপক্ষ’তে ”ইন্ড্রাষ্টিয়াল অ্যাসেসর” হিসেবে যুক্ত হওয়ার জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ মার্চ ২০২১ থেকে। আবেদন সংগ্রহ করা হবে আগামী  ২১ মার্চ ২০২১ পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসরগন সহ ইন্ড্রস্টি এক্সর্পাট গন আবেদন করতে পারবেন।



তবে ইতিমধ্যে যারা আবেন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তিপক্ষ-এনএসডিএ থেকে।

আবেদন ফরম সংগ্রহ করতে এখানে ক্লিক করুন-

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

bkmea free training

BKMEA ’তে মেনেজম্যান্ট লেভেলে ফ্রি প্রশিক্ষন-আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন

Narayangnajbani24: বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের এসইআই(SEIP) প্রজেক্টের আওয়াতায় বিকেএমইএ (BKMEA)- বিনামূল্য  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন পরিচালনা করে আসছে।