নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ শীতলক্ষা নদীর তলদেশ থেকে তুলে আনা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে। ভেরত থেকে বের করা হচ্ছে একের পর এক লাশ। উদ্ধার করা লাশ গুলোর মধ্যে রয়েছে নারী পুরুষ ও শিশু।
আজ সকাল ৮ থেকে উদ্ধার অভিযান পরিচালান করছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড, জেলা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধার অভিযানে সম্মিলিতভাবে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চ থেকে ১৪ জনের মরোদেহ বের করা হয়েছে। তবে চলামান রয়েছে উদ্ধার কাজ। উদ
উদ্ধারস্থলে রয়েছে শত শত সাধারন জনগন। সরকারি উদ্ধার বাহিনীর সাথে উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে সাধারন জনগন। ধারনা করা হচ্ছে নিখোজ থাকা সবার লাশ লঞ্চ এর ভেতর রয়েছে। দুপুর ১২ টার দিকে শীতলক্ষা তলদেশ থেকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ”প্রত্যয়”এর মাধ্যেমে ডুবে যাওয়া লঞ্চটি তুলে আনা হয়।
এর আগে ৪ এপ্রিল রবিবার সন্ধা সারে ৬ টার দিকে নারায়নগঞ্জ শীতলক্ষা নদীবন্দর কয়লা ঘাটস্থ এলাকায় অর্ধশতাধীক যাত্রী নিয়ে একটি লঞ্চ মুন্সিগঞ্জ যাওয়ার সময় পেছন দিক থেকে একটি কার্গো ধাক্কা দিলে সাথে সাথে লঞ্চটি ডুবে যায়। সাতরে ১৫-২০ জন পাড়ে উঠে আসতে পারলেও নিখোজ হয় ৩০ জন যাত্রী।